Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৩

মৌলিক প্রশিক্ষণ-নবনিযুক্ত সার্কেল অ্যাডজুট্যান্ট

ক।    উদ্দেশ্য: বাহিনীর সকল কার্যক্রম সম্পর্কে অবহিতকরন এবং নেতৃত্ব প্রদানের গুনাবলী ও সক্ষমতা অর্জনসহ অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য দক্ষ করে তোলা।

খ।    প্রশিক্ষণ স্থান: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি।

গ।    প্রশিক্ষণার্থীর সংখ্যা: নিয়োগ সাপেক্ষে।

ঘ।    প্রশিক্ষণার্থীর কোটা: নবনিয়োগপ্রাপ্ত সকল ২য় শ্রেণীর কর্মকর্তা।

ঙ।    মেয়াদ : ০৬ মাস। যোগদান সাপেক্ষে তারিখ নির্ধারণ করা হয়। তবে মৌলিক প্রশিক্ষণে যারা ভাল রেজাল্ট করবে, তন্মধ্যে আগ্রহী ও যোগ্য কর্মকর্তাদেরকে পরবর্তীতে এমএইচএস কোর্স করার সুযোগ দেয়া হয়।

চ।    প্রশিক্ষণার্থীর যোগ্যতা: সার্কেল অ্যাডজুট্যান্ট পদে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

ছ।    প্রশিক্ষণ: একাডেমীর ব্যবস্থাপনায় (ড্রিল/পিটি/বিভাগীয় প্রশিক্ষক)। প্রয়োজনে একাডেমির বাইরে থেকে ক্যাটাগরি মোতাবেক রিসোর্স পার্সন/প্রশিক্ষকের ব্যবস্থা একাডেমি করেন ।

জ।    ফায়ারিং অনুশীলন:

ঝ।    সিলেবাস: একাডেমী সিলেবাস প্রণয়ন করে প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন। উক্ত সিলেবাসে সচিবালয় নির্দেশমালা-২০১৪, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং ফৌজদারী কার্যবিধির প্রয়োজনীয় ধারাসমূহ অন্তর্ভূক্ত থাকে।