Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২৩

নবনিযুক্ত থানা/উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদের মৌলিক প্রশিক্ষণ

উদ্দেশ্যঃ 

১।  নবনিযুক্ত উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা বাহিনীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ও স্ব-স্ব ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে দক্ষ ও সক্ষম করে তোলা।

২। ক) প্রশিক্ষণ গ্রহণকারীগণ বাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য দক্ষতা জ্ঞান ও গুনাবলী অর্জন করবেন।

     খ) বাহিনীর প্রাধিককৃত অস্ত্রসমূহ চালনা ও অধিনস্থদের প্রশিক্ষণ প্রদানে সক্ষম হবেন।

     গ) দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষতা অর্জন করবেন। 

     ঘ) নিরাপত্তা ও অস্ত্র চালনা মেঠো ও রনকৌশল এবং নেতৃত্ব সম্পর্কে দক্ষতা অর্জন।

৩। প্রশিক্ষণ স্থিতিকাল: ০৬ মাস।

৪। সংক্ষিপ্ত পাঠ্যক্রম:

  • শরীর চর্চা
  • সাধারণ ড্রিল
  • অস্ত্র ড্রিল
  • অস্ত্র প্রশিক্ষণ
  • এ্যামিউনিশন মেনটেন্যান্স
  • মেঠো কৌশল
  • রণ কৌশল
  • মানচিত্র
  • প্রচলিত ও অপ্রচলিত রণকৌশল
  • সংগঠন ও প্রশাসন
  • শিক্ষাদান পদ্ধতি
  • উন্নয়ন
  • জেন্ডার
  • প্রশাসন
  • অফিস ব্যবস্থাপনা 
  • হিসাব রক্ষণাবেক্ষণ 
  • সংগীন যুদ্ধ
  • আত্মরক্ষা
  • নেতৃত্ব
  • বিবিধ