Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২৩

মৌলিক প্রশিক্ষণ সাধারণ আনসার

উদ্দেশ্য:

১। একজন আনসার হিসেবে অংগীভূতির যোগ্যতা অর্জনপূর্বক তাঁর উপর অর্পিত সকল সকল দায়িত্ব পালনে যোগ্য ও আত্মবিশ্বাসী করে তোলা। 
২।উপজেলা পর্যায়ে গঠিত আনসার কোম্পানী ও ইউনিয়ন আনসার প্লাটুনের শূন্য পদে সদস্য হিসাবে অন্তর্ভূক্ত হওয়ার যোগ্যতা অর্জন
৩। বাহিনীর কর্মকান্ড, অর্গানোগ্রাম ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করবেন।
৪। জননিরাপত্তা, কেপিআই নিরাপত্তা, অস্ত্র চালনা, পিটি, ড্রিল ও ফায়ার ফাইটিং বিষয়ে দক্ষতা অর্জন করা।

কোর্সের মৌলিক বিবরণ:

  • প্রশিক্ষণের স্থিতিকাল: ০৩ (তিন) মাস, ৯০ দিন।
  • প্রশিক্ষণে দৈনিক পিরিয়ড সংখ্যা: ১১ পিরিয়িড ।
  • প্রতি পিরিয়ডের জন্য সময়: ৪০ মিনিট।
  • প্রশিক্ষণার্থীর সংখ্যা: নিয়োগ সাপেক্ষে।
  • প্রশিক্ষণের স্থান: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি

কোর্সে শিক্ষণীয় বিষয়বস্তু:

  • শরীর চর্চা
  • মার্শাল আর্ট এবং ফায়ার ফাইটিং
  • সাধারণ ড্রিল
  • অস্ত্র ড্রিল
  • অস্ত্র প্রশিক্ষণ
  • মেঠো কৌশল
  • রণ কৌশল
  • অপ্রচলিত যুদ্ধ 
  • নিরাপত্তা পদ্ধতি 
  • সংগঠন 
  • প্রশাসন
  • উন্নয়ন
  • জেন্ডার ও স্বাস্থ্য
  • জনশৃঙ্খলা ব্যবস্থাপনা 
  • বিবিধ

বিশেষ সুবিধা: এই প্রশিক্ষণ সম্পন্ন করলে সরকারী চাকুরীতে ১০% কোটা সুবিধা।