Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২৩

সংক্ষিপ্ত ইতিহাস

বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি একটি অনন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান । বাহিনীর সব পর্যায়ের সদস্য-সদস্যা ও কর্মকর্তাদের দক্ষ করে তোলার প্রশিক্ষণ প্রতিষ্ঠান এ একাডেমি । ১৯৪৮ সালে আনসার বাহিনী প্রতিষ্ঠিত হলেও কর্মকর্তা ও সদস্যদের জন্য স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র বা একাডেমি 

স্থাপিত হয়েছে অনেক পরে। ১৯৭৬ সালে ন্যাশনাল ট্রেইনিং সেন্টার নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু।  ১৯৮২ সালে এর নামকরণ হয় আনসার ট্রেইনিং স্কুল এবং তা প্রতিষ্ঠিত হয় গাজীপুর জেলার কালিয়াকৈর উপেজলার শফিপুরে।১৯৮৬ সালে পুনরায় এর নামকরণ হয় আনসার একাডেমি। ১৯৯৫ সালে এ বাহিনীর আইন পাশ হওয়ার পর এর নামকরণ হয় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি।

ঢাকা থেকে ৪৫ কিলোমিটার দূরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ৩৫৯ একর মনোরম নৈসর্গিক এলাকা পরিবেষ্টিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি অবস্থিত। এ একাডেমির প্যারেড গ্রাউন্ডটি সম্পূর্ণ কংক্রিটে নির্মিত। এর আয়তন ২৪০০০০ বর্গফুট যা দেশের সর্ববৃহৱ প্যারেড গ্রাউন্ড। এ গ্রাউন্ডের নাম করণ করা হয় মুক্তিযোদ্ধার পিসি ইয়াদ আলীর নামে। মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল আনসার ও গ্রাম প্রতরক্ষা বাহিনীর ১২জন সদস্য মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করেন।